কেন্দুয়া প্রতিনিধি : ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহায় সম্বর সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারের সদস্যরা। গতকাল রবিবার দুপুরে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এক অগ্নিকান্ড সংগঠিত হয়।

বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে একঘন্টা ব্যাপী স্থায়ী হয়। এতে রুবেল মিয়া, তোতা মিয়া, নূর আলম, মোহাম্মদ আলী, বজলু মিয়া, সাইকুল ইসলাম, জজ মিয়া, মোস্তাকিম , আছিয়া আক্তার, রহিমা আক্তার, হক মিয়া, খায়রুল মিয়া, মানিক মিয়া ও সবুরা খাতুনের বসতঘর, আসবাবপত্র, ধান-চাল ও নগদ টাকা সহ সবপুড়ে ভস্মিভূত হয়েছে। এর পর থেকেই তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ইউ.এন.ও কাবেরি জালাল ও মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির আলম ভূইয়া উপস্থিত হয়ে শুকনো খাবার ও চাল-ডাল ও বস্ত্র বিতরণ করেন।

অপর দিকে সমাজকর্মী মামনুল কবির খান হলি তার ব্যাক্তিগত উদ্যোগে ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১টি মিস্টি কুমড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি মুড়ি ও ১ লিটার সয়াবিন তেল ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন। মামুনুল কবির খান হলি জানান ক্ষতিগ্রস্থ পরিবার গুলির মধ্যে অধিকাংশ মধ্যবিত্ত শ্রেণির তাদের ঘর বাড়ি, আসবাবপত্র ও সহায় সম্বল সব হারিয়ে নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিচে এখন বসবাস করছেন। তবে তাদের সহায়তা দিতে গ্রামবাসী ও এগিয়ে আসছেন।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরি জালাল বলেন তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি তালিকা তৈরি করে জেলা প্রশাসন বরাবর পাঠানো হয়। খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।

(এসবি/এসপি/এপ্রিল ০৩, ২০২৩)