বগুড়া প্রতিনিধি :বগুড়ায় গাইড বই নকল করে ছাপানোর অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছাপাখানা থেকে বেশকিছু ছাপা বই ও প্লেট জব্দ করেছে।

বগুড়া সদর থানার এসআই ওবায়দুল আল মামুন জানান, গতকাল সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শহরের রেলওয়ে কলোনি এলাকার শাহ আলমের আপন প্রেসে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে নকল করে ছাপানো লেকচার পাবলিকেশন্স লিঃ এর বই এর ৫ কেজি পরিমান ছাপানো কাগজ, ২০টি বাধাই করা বই ও ছাপার কাজে ব্যবহার করা প্লেট উদ্ধার করা হয়।
সেখান থেকে নান্নু মিয়া (৪৫) ও ছাপাখানার কর্মচারী আরমানকে গ্রেফতার করা হয়েছে। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, নকল গাইড বই ছাপানোর অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
লেকচার পাবলিকেশন্স লিঃ এর ম্যানেজার (হেড অব ব্রান্ড প্রোমোশন) সৈয়দ মাহফুজ আল হোসাইন জানান, বিগত বেশ কিছুদিন থেকেই বগুড়ায় লেকচার পাবলিকেশন্স লিঃ এর এই বই একাধিকবার ছাপানো হয়েছে। আমরা অনেকবার নিষেধ করেছি। ভুল তথ্যেভরা বই বা ভুল ছাপানো বইগুলি পড়ে ছাত্র ছাত্রীদের ক্ষতি ছাড়া লাভ হবেনা।

(এএসবি/এসসি/অক্টোবর২৩,২০১৪)