নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি সংলগ্ন একটি পুকুরের পাড়ে খেলা করার সময় সুখি নামে ৬ বছরের একটি মেয়ে পানিতে পড়ে যায়। এটা দেখতে পেয়ে অড়িয়ন নামে ৭ বছরের অপর এক শিশু তাকে উদ্ধার করতে পানিতে নামলে ওই দুই জনই পানিতে ডুবে যায়। সুখি শহরের চকদেব জনকল্যাণ পাড়ার শুকুর আলীর মেয়ে এবং অড়িয়ন শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অপরদিকে নওগাঁর রাণীনগর উপজেলা সংলগ্ন প্রান্নাথপুর গ্রামে মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে এবং দুলাল (৪২) নামে অপর একজনকে গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রান্নাথপুর গ্রামের মৃত-শমসের আলীর ছেলে মোজাম ও আজিম উদ্দিনের ছেলে দুলাল সকালে অন্যদের সঙ্গে মাঠে ধান কাটার জন্য যায়। ধান কাটার এক পর্যায়ে তারা সকাল অনুমান ৯টার দিকে মাঠের মধ্যে অবস্থিত বিদ্যুতায়িত মেশিন ঘরে বিশ্রাম করতে গেলে সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মোজাম মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় দুলালকে রাণীনগর স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করানো হয়। এতে উভয় পরিবারে শোকের মাতম নেমে এসেছে।

(বিএম/এটি/এপ্রিল ২৯, ২০১৪)