সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়ায় নব যোগদানকৃত উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেছেন, মাঠ পর্যায়ে সরাসরি কৃষকদের সেবা দিতে পেরে অনেক ভালো লাগে। অন্য পেশায় থাকলে হয়তবা এই সুযোগ কম পাওয়া যায়। তিনি বলেন, কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরাই দেশের প্রাণশক্তি। তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দেশে খাদ্যের চাহিদা মেটাতে বিভিন্ন ফসল উৎপাদন করে মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেন। আমরা যারা মাঠ পর্যায়ে আছি তাদের মূল উদ্যেশ্যই হলো কৃষি ও কৃষকের কল্যান সাধন করা।

শারমিন সুলতানা বলেন, আমি যখন মাঠে গিয়ে একজন কৃষকের সঙ্গে কথা বলি, তাদের সুবিধা অসুবিধার কথা শুনে সমাধানের চেষ্টা করি। তখন নিজেকে নিয়ে খুব গর্ব অনুভব করি। মোটকথা কৃষকদের সাথে মাঠে কাজ করে আমি বেশি আনন্দ পাই।

আজ মঙ্গলবার দুপুরে কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই প্রতিনিধির সঙ্গে প্রথমবারের সৌজন্য সাক্ষাতে খোলামেলা আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

৩৪ তম বিসিএস এর ওই কর্মকর্তা গত ২৯ মার্চ কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মে যাগদান করেন। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় তার জন্ম হলেও ফুলবাড়িয়া উপজেলায় নানার বাড়িতে থেকে ২০০৫ সনে এস.এস.সি পাস করেন। এরপর ময়মনসিংহের মুমিনুন্নেছা কলেজে এইচ.এস.সি পাস করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেন। শারমিন সুলতানার স্বামীও বাংলাদেশ কৃষি ব্যাংক বাজিতপুর শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে ব্যাবস্থাপক পদে কর্মরত আছেন। তার স্বামী শাহানশাহ আল মামুন। এক ছেলে ও এক কন্যা সন্তানের অধিকারী শারমিন সুলতানা আগামী দিনগুলোতে কেন্দুয়ার কৃষক ও কৃষির কল্যানে কাজকে এগিয়ে নিতে সকল মানুষের আন্তরিক সহযোগিতা চান।

(ওএস/এসপি/এপ্রিল ০৪, ২০২৩)