রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই দুই যুবকের একজন ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার আকুয়া মোড়লপাড়া গ্রামের মো. নাসির খান রতনের ছেলে মো. ওয়াহিদ খান আরিফ (৪০) ও অপরজন জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীচন্দ্রবাড়ি গ্রামের মৃত আ. জব্বারের ছেলে মানিক মিয়া ওরফে মাসুদ রানা (২৮)।

বুধবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নরুন্দি বাজার এলাকা হতে ওই দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই ভুয়া সাংবাদিক বিভিন্ন স্থান হতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিলেন। চাঁদা দাবি করেছেন একটি ভূমি অফিসেও। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রেস লেখা ১০টি ভিজিটিং কার্ড, ছবি সংযুক্ত ৩টি বিভিন্ন পত্রিকার পরিচয়পত্র ও একটি জিপার ব্যাগ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জামালপুর থানায় ৪১৯/ ৪২০/ ৩৮৫/ ৩৮৭/ ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৮, তারিখ ৬ এপ্রিল ২০২৩। এছাড়া তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(আরআর/এসপি/এপ্রিল ০৬, ২০২৩)