একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় পবিত্র রমজান উপলক্ষে দ্বিতীয়বার বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। 

আজ বৃহস্পতিবার বেলা সাগে ১১ টায় পাংশা বাজার, কালীবাড়ী মোড়, স্টেশন বাজারসহ বিভিন্ন স্থানে মনিটরিং করেন তিনি।

এ সময় কেজি দরে তরমুজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় অসাধু ৯ (নয়) জন ব্যবসায়ী ও আড়ৎদারকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, কৃষকের ক্ষেত থেকে লট আকারে (প্রতি পিস খরচ ৩০ টাকা থেকে ৫০ টাকা) তরমুজ কিনে বাজারে সাধারণ মানুষকে জিম্মি করে ৩৫ টাকা থেকে ৪০ টাকা কেজি হিসেবে তরমুজ প্রতি ২০০-৩৫০ টাকায় বিক্রয় করায় কয়েক জন অসাধু ব্যাবসায়ী কে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান মাসে ক্রেতারা যেন হয়রানির স্বীকার না হয় এ জন্য বাজার মনিটরিং করা হচ্ছে। বাজার মনিটরিং এর মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

এ সময় তার সাথে উপজেলা সহকারি কমিশনার (ভমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখার আলম প্রধান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

(একে/এসপি/এপ্রিল ০৬, ২০২৩)