মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নরমাল ডেলিভারি করলে তাদের তো বিজনেস হবে না। ধৈর্য ধরলে আমাদের জেলা সদর হাসপাতাল গুলোতে ভালো স্বাস্থ্য সেবা পাওয়া যায় বলে জানিয়েছেন  সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোহাম্মদ রহমান স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

সবার জন্য স্বাস্থ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিসে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩ উদযাপন করা হয়। জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোহাম্মদ রহমানের সভাপতিত্বে র‍্যালিটি অফিস প্রাঙ্গন থেকে শুরু করে জেলা ডিসি অফিস হয়ে পুনরায় সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠানের সভাপতি বলেন, এবারের যে প্রতিপাদ্য আমাদের দেশে অনেক আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন।কারণ সবার জন্য স্বাস্থ্য একটু এগিয়ে আছে। যেখানে উন্নত দেশগুলো ভ্যাকসিন নিশ্চিত করতে পারে নাই সেখানে প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য আমরা নিশ্চিত করেছি।

এ সময় তিনি আরো বলেন, নরমাল ডেলিভারি করার জন্য হাসপাতালে সিষ্টার বসে থাকে। ইভিনিং ও নাইটে দুজন করে নার্স ও মিডওয়াইফ নিরাপদ প্রসব করার জন্য যারা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স স্টাফ সহ ডাক্তাররা তৈরি থাকে। কিন্তু নরমাল ডেলিভারির জন্য কোন রোগী থাকে না। কারণ হলো মধ্যস্থকারী কিছু লোকজন ও বেসরকারি ক্লিনিক গুলো আছে এদের বিজনেস। যেখানে দশটা ডেলিভার নরমাল হলে একটি ডেলিভারি সিজার হওয়ার কথা। কিন্তু ওদের ওইখানে বিশটি ডেলিভারির মধ্যে একটিও নরমাল ডেলিভারি হয় না। কারণ যেটা নরমাল ডেলিভারি হওয়ার কথা সেটাও সিজার ডেলিভারি করে। কারণ নরমাল ডেলিভারি করলে তাদের তো বিজনেস হবে না। ধৈর্য ধরলে আমাদের জেলা সদর হাসপাতাল গুলোতে ভালো স্বাস্থ্য সেবা পাওয়া যায়।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করব, স্বাস্থ্য সেবা ভালোভাবে নেওয়ার জন্য যা যা করণীয় তাই করবো।

উক্ত অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য অফিসার, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/এপ্রিল ০৭, ২০২৩)