স্টাফ রিপোর্টার : বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে একহাত নিয়েই ক্ষান্ত দেননি। নারী ফুটবল দলের মিয়ানমারে অলিম্পিক বাছাই খেলতে যেতে না পারায়ও যারপরনাই হতাশা ব্যক্ত করেছেন নাজমুল হাসান পাপন।

শুক্রবার শেরে বাংলায় সাংবাদিকদের সাথে আলাপে বিসিবি সভাপতি বলেন, ‘আমার কাছে খারাপ লাগছে, যত কিছুই হোক। যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো মেয়েরা যেতে পারলো না। তাও মাত্র বিশ লাখ টাকার জন্য। এর চেয়ে দুঃখ, কষ্টের আর কী হতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছেন।’

পাপন সংবাদকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, ‘আপনাদের চ্যানেলগুলো আছে না, যেকোনো চ্যানেলের মালিকের কাছে গিয়ে বললেই দিয়ে দিতো। একজনের কাছে বলতে তো হবে! আমি কারো সঙ্গে কথা বলিনি, আমাদের প্লেয়াররা দিয়ে দিতো। খালি বলতো একবার।’

পাপন মনে করেন, বাফুফে যে এত গোপনে ব্যাপারটা শেষ করেছে, সেটা খুব দুঃখজনক। পাপনের কথা, ‘বাফুফের অনেক কর্মকর্তাই নারী দলকে মিয়ানমার পাঠনোর সমুদয় খরচ নিজের পকেট থেকে বহন করতে পারতেন। ফুটবল বোর্ডে যে পরিচালকরা আছেন, তাদের অনেকের প্রতিদিনের খরচই তো বিশ লাখ টাকা। তারা বিশ লাখ টাকা দিতে পারে না, আমার কাছে এটা খুব আশ্চর্য লাগে।’

পাপন আরও বলেন, ‘আমার মনে হয় অন্য কিছু আছে। আমি জানি না। এটা দুঃখজনক। দেশের জন্য এর চেয়ে বড় বদনাম হতে পারে না। আমরা বলছি দেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী মেনে নিচ্ছে। সে জায়গায় আমরা বলছি বিশ লাখ টাকার জন্য আমাদের দেশের মেয়েরা প্রি অলিম্পিক খেলতে যেতে পারে না। এর চেয়ে লজ্জার বিষয় আর হয় না। এজন্য এই টপিক নিয়ে কথা বলতে চাই না। এদের সঙ্গে কথা বলার কোনো প্রশ্নই আসে না।’

(ওএস/এসপি/এপ্রিল ০৭, ২০২৩)