স্পোর্টস ডেস্ক, ঢাকা : শ্রীনির চওড়া কপাল তার সঙ্গ দিল ফের একবার। স্পট ফিক্সিং নিয়ে আজ ভারতীয় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করল।



পুরো ভারতের নজর আজ এই মামলার রায়ের উপর ছিল। ওয়াকিবহাল মহল মনে করেছিল, হয়তো আজই মুগল কমিটির হাতে তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হল না। এই রায়ের উপর শ্রীনির ভাগ্যও কিছুটা ঝুলে ছিল। তবে খানিকটা স্বস্তি যে তিনি পেয়েছেন তা নিঃসন্দেহে বলা যায়। আজ বিসিসিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টে জাস্টিস মুকুল মুদগল কমিটির তদন্ত কমিটির বিরোধিতা করে নতুন একটি তদন্ত কমিটি গঠনের আর্জি জানান।

তারা এ কথাও বলেন, স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত শ্রীনি ও ১২ ক্রিকেটারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা নতুন করে তদন্ত করে দেখা হোক এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এন শ্রীনিবাসনকে বিসিসিআই প্রধান পদে ফিরিয়ে আনা হোক।

আইনজীবীদের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। পরবর্তী শুনানির দিনই জানা যাবে মুগল কমিটির হাতে তদন্তভার যাবে কি না।

(ওএস/পি/এপ্রিল ২৯,২০১৪)