একে আজাদ, রাজবাড়ী : ‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় স্কাউটস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ এপ্রিল) সকালে উপজেলা চত্ত্বর থেকে র‍্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান অফিসার মাহবুব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ফকির নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্কাউটস সদস্যদের উদ্দেশ্যে বলেন - আমরা প্রতিদিন একটা করে ভালো কাজ করব, সাথে সাথে আরো কিছু মনে রাখতে হবে খারাপ কোন কিছু যাতে আমাদের স্পষ্ট না করে, আমরা ভালো কাজ করবো, মানুষের উপকার করবো, রক্তদান করবো, স্কুলের আঙ্গিনা পরিষ্কার রাখবো। সেই সাথে আমাদের মনে রাখতে হবে কোন খারাপ কিছু স্পষ্ট যেন না করে যেমন মাদক, মাদক কে না বলি, বাল্যবিবাহকে না বলি, ইভটিজিং কে না বলি, কিশোর গ্যাংককে না বলি সব খারাপ কাজকে আমরা না বলি। তোমরা যারা স্কাউটের সদস্য রয়েছো ও স্কাউটস এ কাজ করছো তোমরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশ স্কাউটস পাংশা উপজেলার আয়োজনে কর্মসুচিতে শিক্ষক,শিক্ষার্থী ও উপজেলা স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(একে/এসপি/এপ্রিল ০৮, ২০২৩)