চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার দামুড়হুদার কুতুবপুর ও হুদাপাড়া থেকে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বিজিবি এসব মালামাল উদ্ধার করে। এসবের মধ্যে রয়েছে ভারতীয় মদ, সিটি গোল্ডের অলঙ্কার ও টিভির কার্বন ফ্লিম রেজিস্টার।

চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে গোপন সংবাদে দামুড়হুদার কুতুবপুর ঈদগাঁ মাঠ এবং হুদাপাড়া মাঠে অভিযান চালায় বিজিবি।

এ সময় ১০ বোতল ভারতীয় মদ, ২৮৫৬ জোড়া সিটি গোল্ডের কানের রিং, ১৯০ জোড়া সিটি গোল্ডের হাতের চুড়ি, ৫৭৫টি সিটি গোল্ডের গলার চেইন এবং ৪০ হাজারটি টিভির কার্বন ফ্লিম রেজিস্টার উদ্ধার করা হয়।

এসবের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

(জেএ/এনডি/অক্টোবর ২৪, ২০১৪)