সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে জনসাধারন ও আওয়ামীলীগের তৃনমূল নেতা-কর্মিদের সাথে গনসংযোগ শুরু করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিগ্রেডিয়ার জেনারেল (অব:) নজরুল হাসান। 

আজ রবিবার সকালে জেলার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ হাট ও কুশাবাড়ি আক্কেলের ঘাট এলাকায় গনসংযোগ করেন তিনি। এসময় এ অঞ্চলের মানুষের জনদুর্ভোগ কমাতে ও দীর্ঘদিনের দাবি পূরনে গুমানি নদীতে সেতু নির্মানের সম্ভ্রাব্য স্থান পরিদর্শন করে সেতু নির্মানে উদ্যোগ গ্রহন করার আশ্বাস দেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)’র সাবেক ব্যাবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) নজরুল হাসান।

সিরাজগঞ্জ জেলার চলনবিল অর্ধুষিত রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা নিয়ে গঠিত জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক গনসংযোগ শুরুর প্রথম দিনেই সকালে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কুশাবাড়ি গ্রামের আক্কেলের ঘাট এলাকায় আসেন বাংলাদেশের বিদ্যুৎ খাতের অভূতপূর্ব পরিবর্তনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)’র সদ্য সাবেক ব্যাবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) নজরুল হাসান। প্রথমে পরিদর্শন করেন গুমানি নদীর আক্কেলের ঘাট এলাকা।

এসময় এই এলাকার জনসাধারন তাদের দীর্ঘদিনর দুর্ভোগ লাঘবে আক্কেলের ঘাট এলাকায় একটি সেতু নির্মানের দাবি জানান। প্রখর রোদে আক্কেলের ঘাট এলাকা পরিদর্শন শেষে ঐতিহ্যবাহি ধামাইচ হাট এলাকায় আসেন বিগ্রেডিয়ার জেনারেল (অব:) নজরুল হাসান। ধামাইচ বাজার পরিদর্শন ও গনসংযোগের পূর্বে মতবিনিময় করেন এ এলাকার প্রান্তিক জনগোষ্ঠি ও ব্যাবসায়িদের সাথে। এসময় স্থানীয়রা একটি সেতুর অভাবে তাদের দির্ঘদিনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। অত্র অঞ্চলের মানুষের জনদুর্ভোগ কমাতে গুমানি নদীতে সেতু নির্মানে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।

গনসংযোগ শেষে বিগ্রেডিয়ার জেনারেল (অব:) নজরুল হাসান বলেন, আমি দির্ঘদিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিদ্যুৎ খাত নিয়ে কাজ করেছি। গুরুত্বপূর্ন পদে দায়িত্বপালনের সময়ে সারাদেশের সাথে তাড়াশকে শতভাগ বিদ্যুৎতায়ন করতে সাধ্যমত ভূমিকা রেখেছি। নিজস্ব যোগাযোগ কাজে লাগিয়ে নিজ ইউনিয়ন বারুহাসের উন্নয়নে কাজ করেছি।

তিনি আরো বলেন, অবহেলিত চলনবিলের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছি। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার দীর্ঘদিনের অভিঙ্গতাকে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজে লাগানোর সুযোগ দিবেন।

(এস/এসপি/এপ্রিল ০৯, ২০২৩)