স্পোর্টস ডেস্ক : আবার সাকিব আল হাসান মাঠে থেকে জেতালেন মোহামেডানকে। আজ (মঙ্গলবার) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১৯০ রানেই গুটিয়ে গিয়েছিল মোহামেডান। অথচ এই অল্প পুঁজি নিয়েও ব্রাদার্স ইউনিয়নকে ১০ রানে হারিয়ে দিয়েছে সাদাকালোরা। বল হাতে জাদু দেখিয়েছেন সাকিব ও ইংলিশ অলরাউন্ডার জ্যাক লিনটট।

এ জয়ে মোহামেডানের রেলিগেশন লিগ খেলার শঙ্কা কাটলো। ৯ খেলায় চতুর্থ জয় আর পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্টসহ ৯ পয়েন্ট নিয়ে সুপার লিগের স্বপ্ন দেখছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ঢাকা লেপার্ডস ও শাইনপুকুরের সাথে শেষ দুই ম্যাচ জিততে পারলে সেরা ছয় দলে জায়গা হবে সাদাকালোদের।

ব্রাদার্সের সামনে ছিল ১৯১ রানের সহজ লক্ষ্য। সাকিব ৫ ওভারের প্রথম স্পেলে (৫-১-১৭-২) ব্রেক থ্রু উপহারসহ দুই উইকেট পেলেও সে ধাক্কা সামলে নিয়েছিলেন ব্রাদার্সের দুই তরুণ আনিসুল ইসলাম ইমন আর জাহিদউজ্জামান। তাদের ব্যাটে ছিল ব্রাদার্সের আশার আলো।

কিন্তু ২০ নম্বর ওভার থেকে ম্যাচের হাওয়া পাল্টে যায়। ইংলিশ জ্যাক লিনটটের ওই ওভারের চতুর্থ বলে অনসাইডে তুলে মারতে গিয়ে লং অনে ইমরুল কায়েসের দারুণ ক্যাচ হন ব্রাদার্স ওপেনার আনিসুল ইমন (৪৭ বলে ৪০)।

মিরাজ ও সাকিবকে একটি করে এবং সবমিলিয়ে তিন ছক্কা হাঁকানো ইমনের তুলে মারা শট অন্তত ২০ গজ পেছনে দৌড়ে ধরে ফেলেন ইমরুল কায়েস। বোর্ডে ব্রাদার্সের রান তখন ৩ উইকেটে ১০৫।

সেই যে মরক লাগে, আর থামেনি। ওই উইকেট নিয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেন মোহমেডানের ইংলিশ বাঁহাতি চায়নাম্যান বোলার জ্যাক লিনটট। মাঝে এক ওভারে জাহিদউজ্জামান, আরাফাত সানি জনিয়র ও নাদিফ চৌধুরীকে ফিরিয়ে ম্যাচ মোহামেডানের দিকে ঘুরিয়ে দেন লিনটট।

এর মধ্যে তৃতীয় উইকেটে ইমনের সাথে জুটিতে ৭১ রান তোলা বাঁহাতি উইকেটরক্ষক জাহিদুজ্জামান (৪৫ বলে ৪১) আউট হওয়ার পর সাকিব, মিরাজ ও নাজমুল অপু দুদিক থেকে মাপা ও সমীহ জাগো বোলিং করলে ব্রাদার্সের খেলায় ফেরার সম্ভাবনা কমতে থাকে।

প্রথম ৫ ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট পাওয়া সাকিব পরের ৫ ওভারে আর উইকেট না পেলেও ১৩ রানের বেশি খরচ করেননি। তাতেই ব্রাদার্সের হিসেব কঠিন হয়ে যায়। এরপর মিনহাজুল আবেদিন ( ৬৯ বলে ৩৬) শুভাগত হোমের শিকার হলে ব্রাদার্সের সম্ভাবনার শেষ প্রদীপটিও নিভে যায়।

৪৭.১ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। ১০৫ রানে তৃতীয় উইকেট পতনের পর আর ৭৫ রানে বাকি ৭ উইকেট। ব্রাদার্সের এ বিভীষিকাময় পরিণতির হোতা মোহামেডানের চায়নাম্যান বোলার লিনটট। ৩৭ রানে ৫ উইকেট দখল করে ম্যাচসেরা হন এ ইংলিশ।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান: ৪৫.৪ ওভারে ১৯০/১০ (ইমরুল ৭, অংকন ১৪, সৌম্য ৯, মিরাজ ৭, সাকিব ৩৭, রিয়াদ ৫৮, শুভাগত ১২, আরিফুল ৪, লিনটট ২৮, নাজমুল অপু ০; মোহর শেখ ৩/৩৫, রাহাতুল ফেরদৌস জাভেদ ২/৪৮, আনিসুল ইসলাম ইমন ৩/১৫)

ব্রাদার্স ইউনিয়ন: ৪৭.১ ওভারে ১৮০/১০ (তানজিদ তামিম ১০, আনিসুল ইমন ৪০, সাব্বির হোসেন ১২, জাহিউজ্জামান ৪১, মাইশিকুর ১৬, আরাফাত সানি জুনিয়র ০, মিনহাজুল আবেদিন ৩৬, রাহাতুল ফেরদৌস ৪, আব্দুল গফুর রনি ১৩; সাকিব ২/৩০, লিনটট ৫/৩৭, নাজমুল অপু ১/৩১, শুভাগত হোম ১/২৯, মিরাজ ১/৩৬)

ফল: মোহামেডান ১০ রানে জয়ী।

(ওএস/এসপি/এপ্রিল ১১, ২০২৩)