কিশোরগঞ্জ প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃহস্পতিবার থেকে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা। এই ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। প্রতি বছরের ন্যায় পাকুন্দিয়া বাজার পূজা উদযাপন কমিটির উদ্যোগে ২৪ তম সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা পৌরসদর বাজারের রঘুনাথ রবিদাসের বাড়িতে উদযাপিত হয়েছে। উক্ত পূজা মন্ডপ পরিদর্শন করে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেন।

এছাড়াও পূজা মন্ডপে আসেন স্থানীয় নেতাকর্মী, পাকুন্দিয়া বাজার ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ। উৎসবটি হিন্দু সম্প্রদায়ের হলেও আনন্দ উপভোগ করছে এলাকার সর্বস্তরের মানুষ। সন্ধায় দেশ জাতির মঙ্গল কামনা করে শতাধিক প্রদীপ প্রজ্বলন করা হয়। ও রাতে মন্ডপে ছেলেমেয়েদের আরতি, ধর্মীয় সংগীত, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও আলোসজ্জা ইত্যাদির মধ্য দিয়ে ব্যাপক আনন্দে মেতে থাকতে দেখা গেছে হিন্দু ধর্মাবলম্বীদের। শ্যামা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ রবিদাস জানায়, দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামার। আমাদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক। এ বৎসর আমারা প্রশাসনের সার্বিক সহায়তায় খুব সুন্দর ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করছি।

(পিকেএস/পি/অক্টোবর ২৪, ২০১৪)