মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একশো বিঘারও বেশি পানের বরজ। বুধবার দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা কওে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক কৃষক বলেন, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে আগুন ধরে । ১০০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে । আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা সরকারের সহযোগিতা চাই।

মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সবুজ হোসেন বলেন, আগুনের ঘটনা শোনার পর মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুটি ইউনিটের চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। তিনটি ঘর ও প্রায় ১০০ বিঘার ওপরে পানের বরজ পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি।

(এমএকে/এএস/এপ্রিল ১২, ২০২৩)