মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : অশুভকে বিদায় করে সত্য ও সুন্দরকে আহŸান জানিয়ে কুষ্টিয়ায়  নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব।

এ উপলক্ষ্যে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা বের হয়। কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শেষ হয় কালেক্টরেট চত্বরে।

সেখানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে কুষ্টিয়া পৌরসভা বটমুলে। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরে পরিবেশিত হয় লোকজ গান। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গঠনও উদযাপন করছে বাংলা নববর্ষ।

(এমএজে/এএস/এপ্রিল ১৪, ২০২৩)