রবিউল ইসলাম, গাইবান্ধা : মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল শুক্রবার সকালে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সাম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুম সরকারসহ অন্যান্যরা।

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(আর/এসপি/এপ্রিল ১৫, ২০২৩)