স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী জেসিনা মুর্শীদ প্রাপ্তি শুক্রবার শহরে ইফতার বিতরণ করেছেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আইনজীবী বাবা কাজী মসরুর মুর্শীদ বাপী। বাবা মেয়ে মিলে শহরের অসহায়, রিকসা চালক, দিনমজুর, ভিক্ষুকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হাতে ইফতার তুলে দেন তারা। প্রতিবছর রোজার মাসে এমন মানবিক কাজ করে আসছেন জেসিনা ও তার পরিবার। সারাদিন রোজা রেখে ক্লান্ত মানুষের হাতে ইফতার তুলে দিতে পেরে মানসিক শান্তি খুঁজে ফেরেন তারা। এ বছর রোজার ভিতরে বাংলা নববর্ষের দিন আসাতে তাদের এই আনন্দ আরও বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার ইফতার সময়ের আগ মূহূর্তে শহরের জেলরোড অন্ধকল্যান সংস্থা, প্যারিস রোড, রেলরোড, ঘোপ, উপশহর, আরবপুর, দড়াটানা, খোলা ডাংগা এতিমখানাসহ জনগুরুত্বপূর্ণ জায়গা ইফতার বিতরণ করেন তারা।

(এসএমএ/এএস/এপ্রিল ১৫, ২০২৩)