নওগাঁ প্রতিনিধি : নওগাঁসহ মহাদেবপুরে সিন্ডিকেটের দখলে চিনির বাজার। হটাৎ করে এক দিনের ব্যবধানে চিনির দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এবং উপজেলা বাজার নিয়ন্ত্রণ মনিটরিং কমিটি বাজার নিয়ন্ত্রণে কার্যত ঠুঁটো জগ্মনাথের ভুমিকায় রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় চিনি ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চিনির বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে এক লাফে প্রতি কেজি চিনির দাম বেড়েছে ১৩-১৫ টাকা। জেলার সদরসহ বিভিন্ন উপজেলার মধ্যে বাজার, মাছ চত্বর, বক চত্তর ও বাজারের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চিনির পাইকারি ব্যবসায়ী রয়েছে।

এছাড়া মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার গুলোতে প্রতি কেজি চিনি ১১২ টাকা থেকে বেড়ে ১২৫ দরে বিক্রি করছে ব্যবসায়ীরা।উপজেলা সদরের পাইকারী চিনি ব্যবসায়ীদের দাবী সরকারের বেঁধে দেয়া মুল্যে তারা চিনি পাচ্ছে না। ওইসব ব্যবসায়ীদের মতে প্রতি ৫০ কেজি বস্তা চিনি ৪ থেকে ৫ শ’ টাকা বৃদ্ধি হয়েছে। যার কারণে তারাও সরকারী দামে বিক্রি করতে পারছেনা।

এ ব্যপারে উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান বলেন চিনি নিয়ে কারসাজি এবং সরকারি বেঁধে দেয়া মুল্যের চেয়ে বেশী দামে বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(বিএস/এসপি/এপ্রিল ১৬, ২০২৩)