চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার স্টেডিয়াম এলাকায় মনিরুল ইসলাম (৩৫) নামে এক সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) এজেন্ট ব্যবসায়ীকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার রাতেই আখিরুল ইসলাম, তহরুল ইসলাম টুটুল ও সিরাজুল ইসলামকে তাদের ব্যবহৃত প্রাইভেট কারসহ আটক করা হয়েছে। আটক করা কারে রক্তের দাগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আখিরুল ইসলাম, সাধারণ সম্পাদক তহরুল ইসলাম টুটুল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম ও সদস্য সিরাজুল ইসলাম শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একটি কারযোগে শিবগঞ্জ স্টেডিয়াম এলাকায় যায়। সেখানে তারা একটি চায়ের দোকানে চা খেয়ে চলে যাওয়ার কিছু পরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত মনিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও শিয়ালমারা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

(ওএস/এইচআর/অক্টোবর ২৫, ২০১৪)