রবিউল ইসলাম, গাইবান্ধা : 'গ্রাম হবে শহর' এই শ্লোগান বাস্তবায়নে গ্রামীন জনপদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ধারাবাহিকতায় গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন (প্রকল্প বাস্তবায়ন) বিভাগের তদারকিতে ৪০ দিনের কর্মসৃজন, এসবিবি রাস্তাসংস্কার, কাবিটা-কাবিখা কর্মসূচি সম্পন্ন হয়েছে।

ব্রিজ-কার্লভাট-বীর নিবাস ও আশ্রায়নসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে পুরোদমে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় গৃহীত অগ্রাধিকার প্রকল্প সমূহের আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন চলছে।পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন বিভিন্ন উন্নয়নমূলক কাজ সর্বদাই পরিদর্শন করে থাকেন। যার ফলে উপজেলায় টেকসই উন্নয়ন সম্ভব হয়েছে মনে করেন এলাকার মানুষজন।

গাইবান্ধা-৩ নির্বাচনী (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি, কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি'র সার্বিক দিক-নির্দেশনায় কোথাও ব্রিজ-কোথাও কার্লভাট নির্মাণ আবার কোথাও রাস্তা সংস্কার কাজ থেমে নেই।

উপজেলার নিম্নাঞ্চল বলে পরিচিত কিশোরগাড়ী ইউনিয়ন এলাকার বিভিন্ন পয়েন্টে ব্রিজ নির্মাণ কাজ চলছে।বিভিন্ন পয়েন্টে এসবিবি কর্মসূচির আওতায় রাস্তা সংস্কার ছাড়াও পৃথক কয়েকটি স্থানে ব্রিজ নির্মাণকাজ চলছে।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন একের পর এক নিয়মিত পরিদর্শনের মধ্যদিয়ে নির্মাণ কাজ সমূহ বাস্তবায়িত হচ্ছে। সঠিক ও মানসম্মান কাজ সম্পাদনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) নাহিদুজ্জমান, ইউপি চেয়ারম্যান ও স্ব-স্ব ওয়ার্ড সদস্যরা তাদের তদারকি অব্যাহত রেখেছেন।

(আরআই/এএস/এপ্রিল ১৬, ২০২৩)