সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধপথে ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় আটক মা ও তার শিশু সন্তানকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ।

সোমবার সন্ধ্যায় কলারোয়ার তারালী বিজিবি ক্যাম্পের মেইন ১৩ নং পিলারের মধ্যবর্তী রিভার পিলার তিন এর সন্নিকটে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়া হয়।

বিএসএফের হাত ঘুরে ফেরত আসা মা ও সন্তান হলেন, বরিশাল জেলার ওজিরপুর উপজেলার হারতা গ্রামের ধীরেন হালদারের স্ত্রী শ্রীমতী বিচ্ছেদি হালদার (৪৫) ও তার ছেলে সজীব হালদার (১০)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী মোফাজ্জেল হোসেন কনক জানান, সোমবার সকালে চিকিৎসার জন্য কলারোয়ার কেঁড়াগাছি সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতের যায়। এ সময় ভারতের তারালী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে আটক করে। পরে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার ফয়েজ আহম্মেদের কাছে বিএসএফ তাদেরকে হস্তান্তর করে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

(আরকে/এটি/এপ্রিল ২৯, ২০১৪)