নওগাঁ প্রতিনিধি : আজ সোমবার বেলা ১১টায় নওগাঁয় সরকারীভাবে ঐতিহাসিক  মুজিবনগর দিবস পালিত হয়েছে। এদিন নওগাঁর সাপাহারে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠত উক্ত আলোচনা সভায় ঐতিহাসিক দিবসটির তৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সাপাহার উপজেলার বিশিষ্ট সমাজ সেবী নুরুহক মাস্টার, উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির প্রমুখ।

এসময় সাপাহার উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শারমিন জাহান লূনা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন ও স্থানীয় গনমাধ্যমকর্মীগন সেখানে উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৩)