বিনোদন ডেস্ক : লাক্স তারকা ফারিয়া এবারই প্রথম নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি খণ্ড নাটকে কাজ করলেন। জাকারিয়া শৌখিনের রচনায় ‘তুমি নীরবে এলে’ নাটকে অভিনয় করেছেন ফারিয়া। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকে আমার চরিত্র, নাটকের গল্প সবকিছুই আমার এত ভালো লেগেছে যে কাজটি আমি অনেক আন্তরিকতা নিয়ে করেছি। আমি চয়নিকা দিদির কাছে ভীষণ কৃতজ্ঞ যে, তিনি আমাকে তার নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন। তার নির্মাণ শৈলী সবসময়েই আমার ভালো লাগে। তার সঙ্গে এটা আমার প্রথম কাজ হলেও কাজের পরিবেশ সব মিলিয়ে এত চমত্কার ছিল যে, মনেই হয়নি তার সঙ্গে আমি প্রথম কাজ করছি। আমার বিশ্বাস অনেক ভালো একটি কাজ দাঁড়িয়েছে, ভালো লাগবে দর্শকের।’ ‘তুমি নীরবে এলে’ নাটকটি যে কোনো সময় একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবার সম্ভাবনা রয়েছে বলে জানান পরিচালক চয়নিকা চৌধুরী।
এদিকে, গত ঈদে ফারিয়া একটি ঈদ ধারাবাহিক নাটকে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে নাটকটি আর করা হয়ে ওঠেনি মোশাররফ করিমের সিডিউলজনিত সমস্যার কারণে। মাত্র তিন বছর বয়সে নতুন কুঁড়িতে অভিনয় করেছিলেন ফারিয়া। আসছে ৯ নভেম্বর ফারিয়ার জন্মদিন। ফারিয়া অভিনীত একমাত্র চলচ্চিত্র সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কতো দূরে’। চলচ্চিত্রে কাজ করার আরও আগ্রহ আছে কি না জানতে চাইলে ফারিয়া বলেন, ‘ভালো গল্পের ছবিতে আমি কাজ করতে আগ্রহী। হতে পারে ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ কিংবা ‘চোরাবালি’ ঘরানার চলচ্চিত্র। যদি ব্যাটে-বলে মিলে যায় তবে অবশ্যই আবার চলচ্চিত্রে কাজ করব।’

(ওএস/এইচআর/অক্টোবর ২৫, ২০১৪)