স্পোর্টস ডেস্ক, ঢাকা : আগামী মাসে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইংল্যান্ড সফরে যাবে। এই সফরে পরামর্শদাতা হিসেবে কাজ করবেন ক্রিস অ্যাডামস। মারভান আতাপাত্তু শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে এখনও পূর্ণ সময় দায়িত্ব নেবেন এমন কোচের সন্ধানে দেশটি।

অ্যাডামস ৩৩১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। তার নামের পাশে ৪৮টি সেঞ্চুরি। পল ফারব্রেস দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় অ্যাডামস অবশ্য ৫টি টেস্ট ও ৫টি ওয়ানডেও খেলেছেন তার ক্যারিয়ারে।

শ্রীলঙ্কা এই সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি ওয়ানডে খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে ১টি টোয়েন্টি২০ ও ৫টি ওয়ানডে ছাড়াও ২টি টেস্ট।ডাবলিনে আয়ারল্যান্ডের সঙ্গে শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেটি রয়েছে ৬ মে। আর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ মে।

(ওএস/পি/এপ্রিল ২৯,২০১৪)