রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে জেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী ও মাদক সম্রাট জাকির হোসেন রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

গত এক মাস ধরে থানার এএসআই সোহেল বিভিন্ন কৌশল অবলম্বন করে শুক্রবার সন্ধ্যায়
উপজেলার লুধুয়া এলাকার জোড়পুল থেকে তাকে গ্রেফতার করেন।

রাজু রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ইউপি সদস্য হোসেন আহাম্মেদ ছেলে এবং জেলার মাদক সম্রাট হিসেবে পরিচিত। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, গত এক মাস ধরে বিভিন্ন কৌশল অবলম্ব করে মিরাজ হত্যা মামলার প্রধান আসামি মাদক সম্রাট রাজুকে গ্রেফতার করা হয়। রাজুর বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে রায়পুর থানায়।

প্রসঙ্গত;গত বছরের ১৫ ডিসেম্বর বিকেলে ছাত্রলীগ নেতা মিরাজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ও ২ যুবলীগ নেতাকে মারাত্মক জখম করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে এঘটনায় মিরাজের বাবা আবুল কালাম বাদী হয়ে রাজুসহ ১১ জনকে আসামি করে মামলা করেন।

এ মামলায় রাজুছাড়াও কয়েকদিন আগে জহির ও ফারুকে গ্রেফতার করে পুলিশ।
নিহত মিরাজুল ইসলাম মিরাজ (৩০) লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও রায়পুর শহরের বয়াতি বাড়ির আবুল কালামের ছেলে।

(এম আরএস/এসসি/অক্টোবর২৫,২০১৪)