জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে পাহাড়ের ঢালে ফসলি জমিতে ভারতীয় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক  যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম হরজুল ইসলাম (২৮)। তিনি কাটাবাড়ী গ্রামের ফজর আলীর পুত্র। হরজুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বিকাল ৪ টার দিকে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে বাংলাদেশ সিমান্তে এ ঘটনা ঘটে।  

স্থানীয় এলাকাবাসী জানান, পাহাড় থেকে প্রায়াই হাতির দল নেমে এসে তাদের রোপনকৃত বোর ধানের ফসল নষ্ট করে। শনিবার বিকাল ৪ টার দিকে ফসলি জমিতে হাতির দল নেমেছে শুনে ছুটে যান স্থানীয়রা। পরে মশাল জ্বালিয়ে ও চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এ সময় অন্যান্যদের সাথে গিয়েছিলেন হরজুল ইসলাম। একপর্যায়ে দল থেকে একটি হাতি এলাকাবাসীর দিকে তেড়ে আসে। অন্যান্যরা দৌড়ে নিরাপদ স্থানে চলে গেলেও হরজুল ইসলাম ধান ক্ষেতে পড়ে যান। এ সময় হাতিটি অতর্কিত আক্রমণ চালিয়ে পা দিয়ে পিষ্ট করে হত্যা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে যুবক নিহত হওয়ার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছেন।

(জেসিজি/এসপি/এপ্রিল ২২, ২০২৩)