স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুরে প্রাইম আইসক্রিম নামে একটি অনুমোদনবিহীন কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি বন্ধ করেও দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জহুরুল ইসলাম কোন ধরনের অনুমোদন ছাড়াই বাড়িতে কারখানা গড়ে তুলে আইসক্রিম তৈরি করে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন খবর পেয়ে ওই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করাসহ কারখানাটি বন্ধ করে দেন।

(এসএ/এসপি/এপ্রিল ২৬, ২০২৩)