মিঠুন গোস্বামী, রাজবাড়ী : কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কৃষক রবি। বিষয়টি জানতে পেরে প্রায় ৮৮ শতক জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের নেতারা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো: শাহিন শেখের নেতৃত্বে নেতাকর্মীরা কৃষক রবির জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ধান কাটা ও বাড়ি পৌঁছে দেওয়ায় জেলা ছাত্রলীগ নেতাদের পাশাপাশি অংশ নেন বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বালিয়াকান্দি উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে এ কর্মসূচি পালন করেছেন তারা।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের নেতারা জানান, করোনাকাল থেকেই ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। তখন রাজবাড়ী সহ সারাদেশে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছিল।

এ অবস্থায় যখন কৃষকরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তাদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এবছরেও কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে ধান কাটা কর্মসূচি ঘোষণা করে।

সেই কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা ছাত্রলীগ এই উদ্যোগ নেয় এবং তা বাস্তবায়ন করে।

এদিকে দরিদ্র কৃষকের জন্য এমন তৎপরতায় প্রশংসা ভাসছেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিশেষ করে বালিয়াকান্দি উপজেলাজুড়ে সাধারণ মানুষ, কৃষকসহ সচেতন মহল তাদের ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতেও অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতীক হয়ে দাঁড়াবেন বলেই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

(এমজি/এসপি/এপ্রিল ২৭, ২০২৩)