মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মাদক মামলায় স্বামীর দুই বছর ও স্ত্রীর তিন বছরের কারাদণ্ড এবং সেই সাথে স্বামীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস এবং স্ত্রীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের মৃত ছফের মালিথার ছেলে সাহাবুল ও তার স্ত্রী বিলকিচ আক্তার।

মামলা সূত্রে জানা যায়,২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ভারত সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল চোরাচালানের মাধ্যমে নিজেদের বসত ঘরে সংরক্ষণ করে সাহাবুল তার স্ত্রী বিলকিচ আক্তারের সহযোগিতায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরবর্তীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান তদন্ত শেষে গত ২০১৮ সালের ২২ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

(এমজে/এসপি/এপ্রিল ২৭, ২০২৩)