রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে দেশীয় পাইপগান, কার্তুজ ও হেরোইনসহ মেহেদী হাসান নিপুল (৫২) নামে চিহ্নিত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি নিপুল সদর উপজেলার জামিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ৫টি খুনের মামলা, অপহরণ ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন আছে। ইতোমধ্যে তিনি একাধিকবার জেলহাজত বাস করেছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে সদর উপজেলার গোপালপুর বাজারে নাজমুল টেলিকম নামে এক দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি নিপুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, আসামি নিপুলের দেহ তল্লাশি করে লুঙ্গির পেছনে কোমড়ে গোঁজা ১১.৫ ইঞ্চি দৈর্ঘের একটি দেশীয় তৈরি পাইপ গান, লুঙ্গির বাম কোচে থাকা একটি নীল রঙের কার্তুজ ও পরনের গেঞ্জির বাম পাশের বুক পকেট হতে সাদা পলিথিনে মোড়ানো দুই পুটলা হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য অনুমান তিন লাখ টাকা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের হয়েছে।

(আরআর/এসপি/এপ্রিল ২৭, ২০২৩)