স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুরের বগা পশু হাট থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে পাশ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার অভয়তলা মোড়ে একই বারে (রবিবার ও বৃহস্পতিবার) অবৈধভাবে পশু হাট স্থাপনের অভিযোগ উঠেছে। যার ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এদিকে সরকারকে অর্ধ কোটি টাকা রাজস্ব দিয়েও ওই পশুহাটের কারণে বগা বাজারের ইজারাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা করছেন। ওই পশুহাটটি বন্ধ করার বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগীয় কমিশনার, যশোর ও সাতক্ষীরার জেলা প্রশাসক, কেশবপুর ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরসহ প্রশাসনের ১১টি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, যশোরের কেশবপুর উপজেলার ১৫০ বছর পূর্বে হাট পেরিফেরিভুক্ত বগার পশু হাটটি গড়ে ওঠে। সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার ওই পশুহাটটি পরিচালিত হয়ে আসছে। ১৫০ বছর ধরে বগা বাজারে ইজারা গ্রহণ করে সরকারের তহবিলে লাখ লাখ টাকা রাজস্ব দেওয়া হয়। কিন্তু বগা বাজারের পশু হাট হতে মাত্র আড়াই কিলোমিটার দূরে পাশ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার অভয়তলা মোড়ে সেখানকার স্থানীয় লোকজন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের সঙ্গে যোগসাজসে বেআইনিভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে রোব ও বৃহস্পতিবার পশুহাট বসিয়েছে। যার কোন বৈধতা নেই। বেআইনিভাবে একই বারে (রবিবার ও বৃহস্পতিবার) পরিচালিত অভয়তলা মোড়ের পশু হাটটি বন্ধ না করলে বগা বাজারের ইজারাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। ওই পশুহাটটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বগা বাজার কমিটির নজরুল ইসলাম প্রশাসনের ১১টি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে অভয়তলা মোড়ের পশুহাট পরিচালনায় দায়িত্বে থাকা তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই দুই মাস আগে এ পশুহাট করা হয়েছে। এ হাট বসানোর বিষয়ে তাদের সকল ধরনের কাগজপত্র রয়েছে বলে তিনি দাবি করেন।

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এর কাছে তদন্ত করতে দেওয়া হয়েছে। ওই পশুহাটটি যদি অবৈধ হয় তাহলে বন্ধ করার জন্য জেলার মাধ্যমে সংশ্লিষ্ট জেলায় যোগাযোগ করা হবে।’

(এসএ/এসপি/এপ্রিল ২৮, ২০২৩)