নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীসহ অন্য উগ্র ধর্মীয় সংগঠনের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

ভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, জামায়াতের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু একটি নির্বাচনী সমঝোতা। এখানে আদর্শের কোনো ব্যাপার নেই।
বেগম জিয়া বলেন, বিএনপি সব সময়ই নিজস্ব নীতিতেই চলবে। দেশের জনগণের কল্যাণে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে প্রয়োজনীয় সবকিছুই করবে। বিজেপির সঙ্গেও আমাদের সম্পর্ক জোরদার হবে।

বিএনপি চেয়ারপার্সন ভারতের নরেন্দ্র মোদী সরকারের নীতির বিষয়ে সংশয়ও প্রকাশ করেন। বাংলাদেশের বর্তমান সরকারের মেয়াদে ঝুলে থাকা তিস্তা চুক্তি ও স্থল সীমান্ত চুক্তির পথ খোলার কোনো সম্ভাবনাও খালেদা জিয়া দেখছেন না।

তিনি বলেন, বর্তমানে ক্ষমতাসীনদের কোনো বৈধতা নেই। দেশের মানুষের পক্ষে কথা বলার অবস্থানও তাদের নেই। কারো কাছে তাদের গ্রহণযোগ্যতাও নেই। ফলে গুরুত্বপূর্ণ সব আলোচনায় তাদের একাই অংশ নিতে হচ্ছে।

(ওএস/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)