কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় নিশা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে  কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশা মাইজহাটি গ্রামের শফিকুল ইসলামের শিশু মেয়ে। স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় মসজিদ থেকে আরবি পড়ে হেঁটে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হচ্ছিল নিশা। এ সময় কিশোরগঞ্জে থেকে ঢাকাগামী যাতায়ত পরিবহনের দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে নিশার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কটিয়াদি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কান্তি দাস প্রতিনিধিকে এ ঘটনা নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও বাস আটক করা হয়েছে।

(পিকেএস/এএস/অক্টোবর ২৫, ২০১৪)