রাজন্য রুহানি, জামালপুর : প্রধানমন্ত্রীর নির্দেশে জামালপুরে কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রান্তিক কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে দিয়ে উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী ধানকাটা উৎসব।

রবিবার (৩০ এপ্রিল) সকালে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা গ্রামে এ ধানকাটা উৎসবের উদ্বোধন করেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রান্তিক কৃষকের ধানকাটায় সবরকমের সহযোগিতা করবে বাংলাদেশ কৃষক লীগ। এছাড়া ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী কৃষকদের ধানকাটায় অংশ নিচ্ছেন। ধানকাটা উৎসবে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার অনুরোধ জানান।

জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি হোসনে আরা এমপি বলেন, যে পর্যন্ত কৃষকের ধান গোলায় না উঠবে ততদিন পযর্ন্ত আমরা মাঠে থাকবো। ঝড়বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট যাতে না হয় সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগ, কৃষক লীগসহ আমাদের সব রকমের প্রস্তুতি আছে। কৃষকের ধান গোলায় তুলে না দিয়ে আমরা ফিরবো না।

জমির মালিক মনু শেখ বলেন, আমার জমির ধানকাটার সময় হলেও টাকার অভাবে কামলা নিয়ে ধান কাটতে পারছি না। কৃষক লীগের নেতারা এসে আমার খেতের ধান কেটে দেওয়ায় আমি খুবই উপকৃত হয়েছি।

ইসলামপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ধানকাটা অনুষ্ঠানে জেলা কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, ইসলামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির, সাধারণ সম্পাদক প্রভাষক মতিউর রহমান মতিন, সহ-সভাপতি ইয়াকুব আলী, মহিলা বিষয়ক সম্পাদক পুতুল রাণী, সদস্য মাওলানা মো. হানিফুর রহমান, বেলগাছা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক কালু মাহমুদ, পার্থশী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আবুল কাইয়ুম প্রধান, সাধারণ সম্পাদক চাঁন মিয়াসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধানকাটায় অংশ নেন।

(আরআর/এসপি/এপ্রিল ৩০, ২০২৩)