চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা ও ভাংচুর ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মৌনমিছিল ও পুলিশ সুপারের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গার সাংবাদিকরা। শনিবার দুপুর ১টার দিকে প্রেসক্লাব থেকে সাংবাদিকদের এক মৌনমিছিল পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় পুলিশ সুপারের সাথে দেখা করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেন সাংবাদিকরা। পরে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার সাংবাদিকদের দাবি-দাওয়ার কথা শোনেন এবং তাদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এসময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মহাতাব উদ্দীন, সাধারণ সম্পাদক সরদার আল আমিন প্রমুখ।


প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী যুবলীগের প্রতিপক্ষ দুটি গ্রুপ বিরোধের জের ধরে একপক্ষ শহরে সশস্ত্র মিছিল করার সময় বেলা দেড়টার দিকে একদল অস্ত্রধারী প্রেসক্লাবে ঢুকে ভাংচুর করে এবং চার সাংবাদিককে মেরে জখম করে।

(জেএ/এএস/অক্টোবর ২৫, ২০১৪)