স্পোর্টস ডেস্ক, ঢাকা : কি ভুলটাই না করেছেন স্প্যানিশ সেই সমর্থক বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুলব্যাক দানি আলভেজকে কলা ছুঁড়ে। ফুটবল বিশ্ব এখন পুরো ফুটবল বিশ্বে কলা উৎসব শুরু হয়েছে। আসলে বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। খোসা ছাড়িয়ে কলা মুখে দিচ্ছেন, এমন ছবি টুইটার ও ফেসবুকে পোস্ট করছেন তারা প্রতিবাদ হিসেবে। আলভেজের বাবা ঘোষণাই দিয়েছেন কলাচাষ করবেন! বিশ্বের বড় বড় তারকা ফুটবলাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ছবিসহ। এমনকি টেলিভিশনের অনুষ্ঠানেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদ।

রবিবার লা লিগার ম্যাচে কর্নার নিতে গিয়েছিলেন বার্সেলোনার খেলোয়াড় আলভেজ। এ সময় এক সমর্থক কলা ছুঁড়ে মারেন। কলাটি কুড়িয়ে নিয়ে আলভেজ খেয়েছেন। তারপর কিক নিয়েছেন। মাঠে এ ধরনের আচরণ বর্ণবাদের শামিল। জবাবটা ভালোই দিয়েছেন আলভেজ। এখন পুরো বিশ্ব কলা নিয়ে প্রতিবাদ করছে।

৬৪ বছর বয়সী আলভেজের বাবা দমিঙ্গোস অবশ্য ব্যাপারটির প্রতিবাদ অতি ঠাণ্ডামাথায় করেছেন। তিনি বলেছেন,‘আমি আম, নারিকেল, তরমুজ, বাঙ্গি ছাড়াও অনেক ফল-ফলাদির চাষ করি। এবার কলা চাষ করব।’

ফুটবল মাঠে এই ঘটনা নতুন নয়, গায়ের বর্ণ কালো হলেই মাঠে বর্ণবাদের শিকার হযেছেন তারা।

(ওএস/পি/এপ্রিল ২৯,২০১৪)