শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : শ্রমিকের ন্যায্য দাবী মানতে হবে 'দিতে হবে এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।  

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ঐ দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

আন্দোলনে শ্রমিকদের অধিকারের স্বীকৃতি মিললেও আজও শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে হয়। দেশে দেশে শ্রমিকেরা আজও বঞ্চিত, নিগৃহীত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে এই দিন থেকেই সারা বিশ্বে ১মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

দিবসটি উপলক্ষে আজ ১মে সোমবার সকালে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যন্ড মোড়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়ুম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকি বিল্লাহ রাকিব, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক লাবলু মিয়া, সদস্য সচিব মিষ্টার রানা,যুগ্মআহ্বায়ক আশেক আলী, যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশসহ আরো অনেই উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে বাসস্ট্যন্ড বটতলা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(এসপি/এসপি/মে ০১, ২০২৩)