শেরপুর প্রতিনিধি : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শত্রুর মুখে ছাই দিয়ে আমরা হিউম্যান রাইটস কমিশন মেম্বার হয়েছি। হিউম্যান  রাইটসই যদি না থাকে তাহলে আমরা সেখানে গেলাম কিভাবে।

আজ শনিবার সকালে কৃষি বিভাগের আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন প্যাকেজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি ।

মতিয়া চৌধুরী বলেন, আগেও তো নির্বাচিত সরকার ছিল। তারা তো কেনো আন্তর্জাতিক সংস্থায় যেতে পারেনি।

তিনি আরো বলেন, শেখ হাসিনা দিনরাত্রি পরিশ্রম করেন কিভাবে দেশের ভাবমূর্তি উজ্জল হয়। আর তিনি (খালেদা জিয়া) চেষ্টা করেন কীভাবে দেশের মুখে কালিমা লেপন করা যায়।

এসময় মন্ত্রী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত উপজেলার ৮শ’ ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৭ লাখ ৯৩ হাজার ৬শ’ ৭৫ টাকার ধান, সরিষা, গমের বীজ ও সার বিতরণ করেন।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করীম, উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রিপনসহ দলীয় নেতৃবৃন্দ।

(ওএস/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)