নিউজ ডেস্ক : বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের প্রায় ৮০ জন নেতা-কর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।

ফখরুল বলেন, শনিবার সকালে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মোহাম্মদপুরের বাসভবনে ৮০ জন নেতা-কর্মী সাক্ষাৎ করতে আসলে পুলিশ অভিযান আলালসহ সবাইকে গ্রেফতার করে। এ ঘটনাকে তিনি ন্যাক্কারজনক ও হিংসাত্মক বলে মনে করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিরোধী দলসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। রক্তপাত ঘটাতে তারা (আওয়ামী লীগ) এখন অন্ধকারের জীবে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অবিলম্বে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আটক নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(ওএস/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)