অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে স্ত্রীকে নির্যাতন ও পুড়িয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডের পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) ভোরে রাজধানীর যাত্রবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা শহিদুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা খাতুন। তারা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ২০১২ সালে শহিদুল ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা যৌতুকের দাবিতে মাজেদা বানুকে পুড়িয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্বজন বাদি হয়ে সদর থানায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।
দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ হত্যা মামলায় স্বামী শহিদুল ইসলাম ও সতিন চম্পা খাতুনকে আদালত মৃত্যুদণ্ড দেন। তবে তারা পলাতক ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান স্যারের সার্বিক দিকনির্দেশনায় ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উপপরিদর্শক তৌফিক এনামের নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

(একে/এসপি/মে ০২, ২০২৩)