রিয়াজুল ইসলাম রিয়াজ

মহাজন'কে পদ্মা সেতুর ছবি
উপহার দিয়েছেন যিনি,
তা দেখে আজ গর্বিত জাতি
প্রসংশায় ভাসছেন তিনি!

সেতু'র নীচে খরস্রোতা জল
উতাল পাতাল ডেউ,
যাঁর সাহসে স্বপ্ন ছুঁ'লো দেশ
তাঁকেই বুঝেননি কেউ!

মিথ্যা অপরাধে অপরাধি করে
গুটিয়ে নিয়েছেন হাত,
ভাবেননি জনাব, স্বপ্ন থেকেও
বড়, বীর বাঙালী জাত!

জাত চিনিয়েছি সক্ষমতা দেখিয়ে
ছিঁড়েছি অসত্যের জাল,
জি হুজুর! এটি-ই পদ্মা সেতুর ছবি!
ভাববেন না পানামা খাল!

গৌরব-সম্পর্কে পঞ্চাশ বছরে
দিয়েছেন অনেক ভাই,
ভালোবাসা মাখা শ্রদ্ধা আর-
কৃতজ্ঞতা জানাতে চাই!

ঋণ পরিশোধে অবহেলা করিনি!
সক্ষমতাটাও আজ প্রমাণিত,
সবিনয়ে তাই, আশা করে যাই,
প্রয়োজনে পাশে চাই; নিয়মিত!

মহাজনদের টাকা কেউ ফ্রীতে নেয়না
শর্ত পুরণ করে- তবেই পেতে হয় ঋণ,
আশাকরি উপহার'টি স্বযতনে রাখবেন,
সাপ ছেড়ে দিয়ে আর বাঁজাবেন না বীণ..