রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসীদের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী ইউনিয়নের আয়োজনে আজ শনিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও আদিবাসী সংস্কৃতি নৃত্য অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা স্বরেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রাফাইল হাজরা, আদিবাসী নেতা ঝরনা বাক্কে টুডু।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বাগদা ফার্ম গোবিন্দগঞ্জ সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাত্ম্য।

বক্তারা আদিবাসীদের সাংবিধানিক অধিকারের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

(আর/এসপি/মে ০৬, ২০২৩)