পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়-টুনিরহাট পাঁকা সড়কের চছপাড়া নামকস্থানে অটোরিকশা চাঁপায় ঈশামনি নামক ৭ বছর বয়সের এক শিশু শিক্ষার্থী মারা গেছে।  

আজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে পঞ্চগড় টুনিরহাট সড়কের চছপাড়া গ্রামের ঠোঙ্গাপাড়া ফিডার রোড নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শিশু পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের ইউসুফ আলীর মেয়ে। অপর শিক্ষার্থী শিশু ইলিমনি (৭) আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইলিমনি একই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে। ঈলি ও ইসা ওরা চাচাতো ভাই বোন, দু'জনই পঞ্চগড় হলি মডেল স্কুল এন্ড কলেজের প্লে শ্রেণি'র শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা টুনিরহাটগামী একটি অটোরিকশা থেকে ঈশি এবং ইলি নেমে ঠোঙ্গাপাড়া ফিডার রোডের উদ্দেশ্য সড়ক পার হচ্ছিল; ঠিক ওই মুহূর্তে টুনিরহাট থেকে ছেড়ে আসা ব্যাটারী চালিত একটি অটোরিকশা মেয়েটিকে চাঁপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনরা তাদের হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ঈসিমনিকে মৃত ঘোষণা করে। আহত ইলিমনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ মিঞা বলেন, ‘অটোরিকশাটি জব্দ করা যায়নি, তবে চেষ্টা চলছে। ঈসির মরদেহ পোস্ট মর্টেম করতে রাজী নয় অভিভাবকরা। আইন মানার সংস্কৃতি কেউ গ্রহণ করছে না।’

(আর/এসপি/মে ০৭, ২০২৩)