বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের  রাজৈরের টেকেরহাট বন্দরে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয় গেছে ৬টি দোকান। এছাড়া প্রায় ১০টি দোকানের আংশিক অংশ পুড়ে যায়। 

গতকাল সোমবার বিকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীরপাড় ছাগলেরহাটে এ অগিকাণ্ডের ঘটনা ঘটে। অগিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানায়, সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীরপাড় হাটের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।এসময় আবদুল হকের দোকানসহ বাসাবাড়ি, মনির, ওসমান ও হানিফের ফার্নিচারের দোকান, আলমগীরের ও মালেক মাতুব্বরের তুলার দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। সেসময় আরোও ১০টি দোকানের আংশিক পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, এ অগিকান্ড আমাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । খবর পেয়ে রাজৈর ও টেকেরহাট নদী ও স্থল কাম ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীদের সহযোগিতায় আগুন নিভানোর কাজে অংশগ্রহন করে আগুন নিয়ন্ত্রণে আনে।

টেকেরহাট নদী ও স্থল কাম ফারার স্টেশনের লিডার মো ঈসমাইল বলেন, আমরা তিনটার আটে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি, ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে বলা যাবে, তবে এখন আগুন নিভানো হয়ে গেছে।

(বিডি/এসপি/মে ০৯, ২০২৩)