রবিউল ইসলাম, গাইবান্ধা : উপ-মহাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালে ৪ঠা জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হওয়ার পর ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ছয় দফা দাবী, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি লড়াই সংগ্রামে জাতির বিপদে পাশে থেকে কাজ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। সারা দেশে যখন ধান কাটার জন্য শ্রমিক সংকটে পড়েছে ঠিক সেই মহুর্তে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘরে বসে না থেকে দাঁড়িয়েছেন কৃষকের পাশে। গত কয়েকদিন থেকেই উপজেলার কোন না কোন ইউনিয়নের কৃষকের ধান কাটতে মাঠে নেমে পড়ছেন ছাত্রলীগের নেতা কর্মীরা। 

আজ মঙ্গলবার উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ সুমনের নেতৃত্বে মহদীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের এক কৃষকের ধান কেটে দেয়।

এ সময় পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ছাত্রলীগ নেতাকর্মীদের পাশে থেকে কৃষকের ধান কাটেন। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউজ্জমান সাকিল, উপজেলা ছাত্রলীগ নেতা আশিক, আল মামুন জীবন, কৌশিক, ইদ্রিস, সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপন, সদস্য শহিদ, শাওন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রিফাত, সদস্য রাসেল, শাহিন, বরিশাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তর, সাংগঠনিক সম্পাদক জীম, মহদীপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা হৃদয়, ফারুক, ফয়সাল, পৌর কৃষকলীগের সভাপতি হিরু মন্ডল, জেলা তাতীলীগ নেতা সাগর, স্বেচ্ছাসেবকলীগ নেতা পলাশসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ এময় উপস্থিত থেকে কৃষকের ধান কেটে দেয়। ফতেপুর গ্রামের বেশ কয়েকজন কৃষক জানান, এখন আবহাওয়া ভালো, সময়মত ধান ঘরে তুলতে পারলে কৃষক উপকৃত হবে।

এ সময় শ্রমিক সংকট দেখা দেয়, তাই ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের ধান কেটে দিচ্ছেন, এতে করে আমরা সাধারণ কৃষকরা অনেক উপকৃত হচ্ছি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ সুমন জানান, মাননীয় প্রধানমন্ত্রী কৃষি বান্ধব প্রধানমন্ত্রী, কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় তাই আমরা ছাত্রলীগের পক্ষ থেকে এমন উদ্যোগ নিয়েছি। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলর জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, এতে কৃষকের অনেক উপকার হচ্ছে।

(আর/এসপি/মে ০৯, ২০২৩)