আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে স্ত্রীর ঝাড়ুর পিটুনিতে স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাড়ৈখালী গ্রামের মো. সলিম শেখের (৫৮) দ্বিতীয় স্ত্রী রোকসানা বেগমের (৫০) সঙ্গে পারিবারিকভাবে কলহের জের ধরে মাঝে মধ্যেই ঝগড়াঝাটি হয়ে আসছিল। তুচ্ছ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে স্বামী সলিম শেখকে ঝাড়ু–পেটা শুরু করে স্ত্রী রোকসানা বেগম। এক পর্যায় রোকসানার আগের ঘরের কন্যা রোজিনা (৩০) এর সঙ্গে যোগ দেয়। মা-মেয়ের মার ধরের শিকার সলিম শেখ বাড়ির পাশে বালুর স্তুপে লুটিয়ে পরে। সেখানেই সলিমের মৃত্যু হয়। এলাকাবাসী ঘাতক রোকসানাকে আটক করে পুলিশে খবর দেয়।

জানা যায়, সলিম শেখ গত প্রায় ৫ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে বাড়িতে আসে। এর আগে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হলে সলিমের সঙ্গে রোকসানার দ্বিতীয় বিয়ে হয়। সলিম শেখ ওই এলাকার আব্দুল আউয়ালের পুত্র।

ঘটনার সত্যতা স্বীকার করে বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন। তিনি জানান, সলিমের ওপর হামলাকারী স্ত্রী রোকসানাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক নারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

(এএম/এসপি/মে ১০, ২০২৩)