আসাদ সবুজ, বরগুনা : বরগুনা জেলা প্রশাসক কর্তৃক বরগুনা পৌর মৎস্য ব্যবসায়ীদের ঘর উচ্ছদের প্রতিবাদে মানববন্ধন করেছে বরগুনা পৌর মৎস ব্যবসায়ী সমিতি ও মৎস আড়ৎদার সমিতির সদস্যরা। 

বুধবার (১০ এপ্রিল) বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে সদর রোডে সকাল সাড়ে দশটায় এ মানববন্ধনে বিধি মোতাবেক প্রকৃত ব্যবসায়ীদের জায়গা বরাদ্দের দাবী জানান তারা।

মানববন্ধনে পৌর মৎস ব্যবসায়ী সমিতি ও আড়ৎদার সমিতির নেতারা বলেন, তারা বহু বছর ধরে শান্তি পূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জেলা প্রশাসক কর্তৃক তাদের কিছু আড়তদার ও ব্যবসায়ীদের একশোনা বন্দোবস্তো দেয়া হলেও অজ্ঞাত কারনে ওই বন্দোবস্তো দেওয়া জমির নবায়ন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। গত ২১মে হঠাৎ উচ্ছেদের মাধ্যমে দুটি বরফকল সহ সকল আড়তদার ও ব্যবসায়ীদের ঘরগুলো ভেঙ্গে ফেলা হয়। ফলে বাজারে বরফ না থাকায় মাছ সংরক্ষন কার্যক্রম বন্ধ হয়ে পরেছে। আড়তগুলোও তাদের স্বাভাবিক কাজ পরিচালনা করতে পারছে না। প্রতিদিন ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাদের ধার দেনা ব্যাংক, এনজিও লোন রয়েছে তারা এক প্রকার মানবেতর জীবন যাপন করছেন। প্রতিদিন তাদের ক্রয়কৃত মাছ নষ্ট হচ্ছে। এ সময় আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে বিধি মোতাবেক প্রকৃত ব্যবসায়ীদের জায়গা বরাদ্দের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আড়ৎদার সমিতির সভাপতি জহিরুল হক পনু, ক্ষুদ্র মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক হুমায়ূন কবির লিটন, সিদ্দিকুর রহমান, আব্দুস সালাম, মো: কবির, জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।

(এএস/এসপি/মে ১০, ২০২৩)