স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : বাংলাবান্ধা আইসিপি শূন্য লাইন পরিদর্শন করেছেন  বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি। এসময় তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সৌহার্দ সম্প্রীতির আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে বিজিবি মহাপরিচালক ঠাকুরগাঁও সেক্টর, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতাল ও পঞ্চগড় ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেছেন। বাংলাবান্ধায় যাবার পথে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা বিওপি ও বিজিবি'র নীলফামারী ব্যাটালিয়ন এর অধীনস্থ মাগুরমারী বিওপি পরিদর্শনকালে সাধারণ সৈনিকদের সাথে মতবিনিময় করেন। ডিজি বাংলাবান্ধায় পৌছালে পঞ্চগড় (১৮ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ যুবায়েদ হাসান, পিএসসি তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, বিজিবি''র সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও সেক্টরের, কর্নেল এম এইচ হাফিজুর রহমান, (এসপিপি, পিএসসি)সহ বিজিবির বিভিন্নস্তরের কর্মকর্তাগণ।

বিজিবি মহাপরিচালক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, সীমান্ত আইন বিষয়ক জনসচেতনতায় সারাদেশের সীমান্তে ৪হাজার ৪ শত ২৭ কিলোমিটারে একবছরে প্রায় ২০ হাজার অ্যাওয়ারনেস ক্যাম্পিং হয়েছে, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি -বিএসএফ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকরা বিজিবি মহাপরিচালক মহোদয় এর নিকট মাদকসহ অন্যান্য অপরাধ কার্যক্রম বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি এসব বিষয়ে জিরো টলারেন্স এর কথাও বলেন। আইসিপিতে বর্ডারহাট ও উভয় দেশের নাগরিকদের মিলনমেলা চালুর বিষয়ে প্রস্তাব রাখলে তিনি বলেন, এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো।

(এআর/এসপি/মে ১০, ২০২৩)