বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রিয়াজউদ্দিন মাতুব্বর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (৯ মে) দুপুরে প্রায় ২০ জন শিক্ষার্থীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রিয়াজউদ্দিন মাতুব্বর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর কিছু শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে খাবারের বিরতির সময় শেষ হবার পরও শ্রেণিকক্ষের বাইরে চলে যায় এবং আসতে দেরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান প্রথমে এক শিক্ষার্থীকে তার জুতা ছুঁড়ে মারেন এবং ধমক দেন। পরে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতর ফিরে আসলে ঐই প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে গিয়ে আরিফ, জাহিদ, ইয়াছিন, ওসমান গনিসহ প্রায় ২০ জন শিক্ষার্থীকে এলোপাতাড়ি জুতা দিয়ে পিটুনি দেন। এ ঘটনা জানাজানি হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আঘাতপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আমার কয়েকজন শ্রেণিকক্ষের বাহিরে যাওয়ায় প্রধান শিক্ষক হঠাৎ রেগে যান। পরে আমাদের অনেকেই জুতাপেটা করেন। বিষয়টি বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা দেখে হাসাহাসি করছে। এতে করে আমরা অনেক লজ্জাও পেয়েছি ভয়ও পেয়েছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম গিয়াস মাতুব্বর বলেন, জুতা পেটার ঘটনাটির কথা আমি জেনেছি। এরকম কাজ করা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে সবার সাথে বসে আলোচনা করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে এলাকায় কিছুলোক মিথ্যে অভিযোগ করেছে। আমি এ ঘটনা ঘটাইনি। বিষয়টি বিদ্যালয়ের সভাপতিকে সঙ্গে নিয়ে অভিভাবকদের সাথে বসে আলোচনা করা হবে।

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম বলেন, এই ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। দোষ প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/মে ১০, ২০২৩)